উইন্ডোজ XP/7/Vista/8 সেটাপ দিন USB ড্রাইভ এর সাহায্যে
বিভিন্ন কারনে আমাদের অনেক সময় উইন্ডোজ সেটাপ দেওয়ার দরকার হয়। কিন্তু ঝামেলাটা হয় তখন, যখন দেখা যায় সিডি ড্রাইভে কোন সমস্যা দেখা দিয়েছে কিংবা অনেকে আবার নোটবুক নিয়ে ঝামেলায় পড়েন। চিন্তা নেই এসব সমস্যার ক্ষেত্রে পেনড্রাইভ, মেমোরি কার্ড কিংবা যে কোন USB সার্পোটেড মেমোরি থেকে উইন্ডোজ সেটাপ দেওয়া সম্ভব। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখা দরকার। আপনার মাদারবোর্ডের বায়োস মেনুতে অবশ্যই USB Boot Option টি থাকতে হবে। আর বর্তমানে প্রায় সব মাদারবোর্ডেই এই অপশনটি থাকে। এবার কাজ শুরু করার জন্য আপনার যা দরকার হবে তা হলঃ
১. ৪ জিবি সাইজের একটি পেনড্রাইভ কিংবা মেমোরি কার্ড।
২. Win To Flash সফটওয়্যার (ফুল ভার্সন লিংক)। Size: 6.84 MB
৩. উইন্ডোজের সিডি/ডিভিডি।
[বিঃদ্রঃ Windows XP এর ক্ষেত্রে ১ জিবি কিংবা ২ জিবি সাইজের পেনড্রাইভ দিয়েও হবে কিন্তু Windows 7/8/Vista এর ক্ষেত্রে ৪ জিবি এর ছোট হলে হবে না।]
এবার কাজ শুরু করুন। প্রথমে ইউন্ডোজের সিডি/ডিভিডি থেকে সব ফাইল একটা ফোল্ডারে কপি করে আপনার কম্পিউটারে রাখুন। যাদের সিডি ড্রাইভ নেই কিংবা সমস্যা আছে তারা অন্য পিসি থেকে কপি করে কাজ করুন। এরপর Win To Flash সফটওয়্যারটি ডাউনলোড করে আনজিপ করে নিন এবং আপনার পেনড্রাইভটি কম্পিউটারে প্রবেশ করান। সতর্কতাঃ আপনার পেনড্রাইভ/মেমোরিকার্ডে যদি কোন গুরুত্বপূর্ণ ডাটা থাকে তবে ব্যকআপ রেখে নিন। কারন বুটেবল করতে গিয়ে আপনার পেনড্রাইভ ফরমেট করার দরকার হবে। এখন Win To Flash সফটওয়্যার ওপেন করে First start wizard নামের যে ডায়ালগ বক্সটি দেখতে পাবেন সেখান থেকে Next ক্লিক করে I accept EULA তে টিক দিয়ে Next ক্লিক করুন। এখন আপনাকে সফটওয়্যারটি রেজিষ্ট্রেশন করতে বলবে Next এ ক্লিক করে Browse ক্লিক করে Win To Flash সফটওয়্যারের সাথে থাকা License নামের ফোল্ডার থেকে লাইসেন্স ফাইলটি সিলেক্ট করে Ok করে দিন তাইলে সফটওয়্যারটি ফুল ফার্সন হয়ে যাবে। এবার সফটওয়্যার ওপেন হয়ে সফটওয়্যারটির মধ্যে থেকে Windows Setup Transfer Wizard এ ক্লিক করে Next ক্লিক করুন। তারপর Windows file path: এর ওখানে Select এ ক্লিক করে সিডি থেকে কপি করা আপনার উইন্ডোজের ফোল্ডারটি দেখিয়ে দিয়ে ওকে করে দিন। আর USB Drive: এর ওখানে Select এ ক্লিক করে আপনার পেনড্রাইভ সিলেক্ট করে ওকে করে দিয়ে Next ক্লিক করুন। এবার যে বক্সটি আসবে সেখানে প্রথম অপশন “I do accept the terms of the license agreement” সিলেক্ট করে Continue তে ক্লি করে আবার Continue ক্লিক করুন তাহলেই সফটওয়্যারটি পেনড্রাইভ বুটেবল করার জন্য কাজ করতে থাকবে। ১০০% হয়ে গেলে পেনড্রাইভ বুটেবল হয়ে যাবে এবার সফটওয়্যারটি বন্ধ করে দিয়ে আপনার কম্পিউটার রিস্টার্ট করুন। পেনড্রাইভ কম্পিউটারে লাগানো থাকবে। তারপর কম্পিউটার অন হওয়ার সময় যখন মাদারবোর্ডের স্ক্রিন আসবে তখন F2, F5, F6, F8, F10 or Delete চেপে বায়োস মেনুতে প্রবেশ করুন। ভিন্ন ভিন্ন মাদারবোর্ডে এক এক রকম কন্ট্রোল দেওয়া থাকে তাই এতগুলো লিখলাম। তবে বেশিরভাগ মাদারবোর্ডে F10 অথবা Delete দিয়ে বায়োস মেনুতে প্রবেশ করতে হয়। বায়োসে প্রবেশ করে Boot Menu খুজে বের করে First Boot Option এ গিয়ে CD/DVD Drive এর জায়গায় USB Drive সিলেক্ট করে দিন। এবার F10 চেপে Enter দিন। তাহলেই কাজ শেষ। এখন আপনার কম্পিউটার রিস্টার্ট হবে এবং উইন্ডোজ সেটাপ দেওয়ার অপশন সমূহ আসবে।
খুব সহজে আপনাদের সকলের বোধগম্য ভাবে পোষ্টটি লেখার চেষ্টা করেছি আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং কাজ করতে পেরে উপকৃত হবেন। তবুও কোন সমস্য হলে নির্দিধায় কমেন্টে প্রশ্ন করবেন। আর যারা উইন্ডোজ সেটাপ দিতে জানেন না, তাদের জন্য স্ক্রিনশটসহ বিস্তারিত উইন্ডোজ এক্সপি এবং সেভেন সেটাপ দেওয়ার টিউটোরিয়ালের লিংক দিয়ে দিলাম।
উইন্ডোজ সেভেনঃ http://www.pchelpcenterbd.com/archives/4691
উইন্ডোজ এক্সপিঃ http://www.pchelpcenterbd.com/archives/4361
Monday, 3 June 2013
Posted by LifeStyleAble
আসসালামু আলাইকুম,
সবাইকে আমার শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের জন্য এন্ড্রোয়েড গেমস নিয়ে হাজির হয়েছি। গত মে মাসের ২৩ তারিখে রিলিস হওয়া Angry Birds Friends গেমটি ইতিমধ্যে অনেক সারা ফেলেছে এ্যাংরি বার্ডস নিয়ে প্রতিদ্বন্দ্বিতাও বাড়িয়েছে বন্ধুদের মধ্যে। তাই যেসব বন্ধুগণ এখনও খেলেন নি, তাদের জন্য আজকের এই মজার এন্ড্রোয়েড গেমস।

শর্ট-স্টোরিঃ এ্যাংরি বার্ডস গেম সবার মাঝে জনপ্রিয়!! কিন্তু সব সময় কি একা একা খেলতে ভালো লাগে? একদম বোরিং!! যদি বন্ধুদের সাথে খেলা যেত,তাদের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হত তাহলে কেমন হতো!!
।
সবাই মিলে ওই শুকরের আস্তানা ধসে দিতে কি মজাই না হতো! দেখা যেত কে কতো
স্কোর করতে পারে। আর এমন স্বপ্নকে বাস্তব রুপ দিতেই আপনাদের সামনে হাজির
Angry Birds Friends!
এটি একটি ফ্রী গেম যা রোভিও এর তৈরি। আপনি আপনার ফেসবুক ফ্রেন্ডের সাথে
অনলাইনে। আর এতে আপনার রয়েছে উইকলি টুরনামেন্টস!! যাতে আপনি আপনার বন্ধুদের
সাথে খেলে জিতে ব্রোঞ্জ,রূপা,সোনার ট্রফি জিততে পারবেন। এছাড়া
গিফটস,রিওয়ার্ডস ইত্যাদি মজার সব বিষয়!! এজন্য বন্ধুদের সাথে খেলতে মিস
করবেন না!!
চমৎকার কিছু গেম শটস…..


টেকতথ্যঃ
নিউ ভার্সন : ১.০.২
অ্যান্ড্রোয়েড : ২.২ + আপ
সাইজ : ৩৬ এমবি
দাম: মাগনা/ফ্রী
গেমসটি ডাউনলোড করতে এখানে ঢুঁ মারুন। [ সাইজ ৩৬ এমবি ]

http://is.gd/angrybirdsfriends.apk
যেকোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই কমেন্ট করবেন।
আপনাদের জন্য অসংখ্য শুভ কামনা করছি ।
পোস্টটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ।
—–ভালো থাকুন – সুস্থ থাকুন——
পিসি হেল্পলাইন বিডির সাথে থাকুন
————আল্লাহ্ হাফেজ————
সবাইকে আমার শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের জন্য এন্ড্রোয়েড গেমস নিয়ে হাজির হয়েছি। গত মে মাসের ২৩ তারিখে রিলিস হওয়া Angry Birds Friends গেমটি ইতিমধ্যে অনেক সারা ফেলেছে এ্যাংরি বার্ডস নিয়ে প্রতিদ্বন্দ্বিতাও বাড়িয়েছে বন্ধুদের মধ্যে। তাই যেসব বন্ধুগণ এখনও খেলেন নি, তাদের জন্য আজকের এই মজার এন্ড্রোয়েড গেমস।
শর্ট-স্টোরিঃ এ্যাংরি বার্ডস গেম সবার মাঝে জনপ্রিয়!! কিন্তু সব সময় কি একা একা খেলতে ভালো লাগে? একদম বোরিং!! যদি বন্ধুদের সাথে খেলা যেত,তাদের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হত তাহলে কেমন হতো!!
চমৎকার কিছু গেম শটস…..
টেকতথ্যঃ
রিলিস আপডেট : মে ২৩, ২০১৩
নিউ ভার্সন : ১.০.২
অ্যান্ড্রোয়েড : ২.২ + আপ
সাইজ : ৩৬ এমবি
দাম: মাগনা/ফ্রী
রেটিং: ৪.৪
গেমসটি ডাউনলোড করতে এখানে ঢুঁ মারুন। [ সাইজ ৩৬ এমবি ]
http://is.gd/angrybirdsfriends.apk
যেকোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই কমেন্ট করবেন।
আপনাদের জন্য অসংখ্য শুভ কামনা করছি ।
পোস্টটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ।
—–ভালো থাকুন – সুস্থ থাকুন——
পিসি হেল্পলাইন বিডির সাথে থাকুন
————আল্লাহ্ হাফেজ————
Posted by LifeStyleAble
পূর্ণগতির ইন্টারনেট সুবিধা ও দাম কমানোসহ সাত দফা দাবিতে মানববন্ধন করেছেন অনলাইনকর্মী, ফ্রিল্যান্সার, অনলাইন অ্যাক্টিভিস্ট ও আইটি কর্মীরা। বৃষ্টি উপেক্ষা করে শুক্রবার দুপুর ১২টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘পিসি হেল্পলাইন বিডি.কম’ আয়োজিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন পিসি হেল্পলাইন বিডি.কমের অ্যাডমিন ফাহাদ ইসলাম ও রুবেল আহমেদ, তথ্যপ্রযুক্তি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুলিয়াস চৌধুরী, টেকটিউনস ম্যানেজার ও বিডি সফট আইএনসি’র প্রধান নির্বাহী শাকিল আরেফিন, ডেভেসটিমের প্রধান নির্বাহী আল আমিন কবির, ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির (ডিইউআইটিএস) সভাপতি আবদুল্লাহ আল ইমরানসহ তথ্যপ্রযুক্তিবিদ ও ফ্রিল্যান্সাররা।
বৃষ্টির মধ্যে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন।
“আমাদের দাবি পূরণ করো, আমরাই ডিজিটাল বাংলাদেশ গড়বো” স্লোগানে গ্রাহক
পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের নিম্নহার বিটিআরসি কর্তৃক ন্যায্য দামে
পূর্ণগতির ইন্টারনেট নির্ধারণ, পেপাল চালুর উদ্যোগ গ্রহণ ও ‘ইন্টারনেট
ফেয়ার ইউজ পলিসি’ নিষিদ্ধসহ সাত দফা দাবি উত্থাপন করেন মানববন্ধনে
অংশগ্রহণকারীরা।
এসব দাবির মধ্যে রয়েছে- দফায় দফায় ডেটার দাম কমলেও গ্রাহক লেভেলে
কোনো প্রভাব পড়েনি। আমরা চাই, সরকার ন্যায্য দামে পূর্ণগতির ইন্টারনেট
ব্যবহারের মূল্যহার বিটিআরসি কর্তৃক নির্ধারণ করে দেওয়া থাকবে। ফলে,
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ও মোবাইল ফোন কোম্পানিগুলো আর
ইন্টারনেটের জন্য উচ্চমূল্য নিয়ে প্রতারণা করতে পারবেনা। গিগাবাইট (জিবি)
ডাটার দাম ৫০ টাকা ও ৫ জিবির দাম ২০০ টাকা নির্ধারণ; ফ্রিল্যান্সার ও
ই-কমার্সের স্বার্থে বাংলাদেশে দ্রুত পেপাল চালুর ব্যাপারে সরকারি জরুরি
উদ্যোগ গ্রহণ; ইন্টারনেটের ফেয়ার ইউজ পলিসি সম্পূর্ণ নিষিদ্ধ করে
ইন্টারনেটের ন্যূনতম গতি নির্ধারণ করে পূর্ণগতির ডাটার ব্যবস্থা; ইন্টারনেট
সেবাদানকারী মোবাইল কোম্পানিগুলোর স্বেচ্ছাচারিতা রোধে একটি বিশেষ সেল
গঠন; ডাটার মেয়াদ শেষ হয়ে গেলেও অব্যবহৃত ডাটা পরের বার ডাটা প্যাকেজ
চালু করার সঙ্গে সঙ্গে যোগ করার পদ্ধতি; সংবাদমাধ্যমে আনলিমিটেডের বিজ্ঞাপন
দিয়ে গ্রাহক প্রতারণা বন্ধ ও ফ্রিলান্সিংয়ের ব্যাপারে ব্যাংক
কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে, ব্যাংক কর্মকর্তাদের তত্ত্বাবধানে
ফ্রিল্যান্সারদের সব হয়রানি বন্ধ করা।
বক্তারা জানান, দেশের বেকার যুবকদের কর্মসংস্থান ও ই- কমার্সের স্বার্থে
গ্রামীণফোনসহ মোবাইল ফোন কোম্পানিগুলোর ইন্টারনেট নিয়ে প্রতারণা বন্ধ করা
জরুরি। সরকার মুখে ডিজিটাল বাংলাদেশ বলছে, আর কাজে ডিজিটালের বিপরীত কাজ
করছে এটা মেনে নেওয়া যায়না।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী এ ব্যাপারে আন্তরিক হলেও আইসিটি
মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় ও বিটিআরসি কোনো পদক্ষেপ নিচ্ছেনা। আর
সরকারি আমলারা আইসিটি ভালোভাবে না বোঝার ফলে এ সেক্টরে নানা সমস্যা দেখা
দিচ্ছে।
তারা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
ইভেন্ট আয়োজনের প্রধান সমন্বয়ক ফ্রিল্যান্সার মো. রুবেল আহমেদ
বাংলানিউজকে বলেন, “আমরা জনস্বার্থে রাজপথে নেমেছি। আমাদের আন্দোলন কোনো
মৌলভী, নাস্তিক, কোনো ধর্ম, সরকার, বিরোধীদল বা রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে
নয়, আমাদের আন্দোলন গলাকাটা ইন্টারনেটের বিরুদ্ধে। দাবি পূরণ না হওয়া
পর্যন্ত আমরা আরো কর্মসূচি দেবো।”
আপনারা নিশ্চয় জানেন বিটিআরসি কতৃক ইন্টারনেট আপলোড
স্পীড ৭৫% কমানোর জন্য বাংলাদেশের ফ্রিল্যান্সাররা বিপাকে পরে যায়,
প্রতিবাদের ঝড় উঠে ফ্রিল্যান্সারদের মাঝে । এর প্রতিবাদে বিগত ১৭ই মে
পিসিহেল্পলাইনবিডির ব্যানারে ফেসবুকে ইন্টারনেট স্পীড বাড়ানো, ইন্টারনেটের
দাম কমানো ও ফ্রিল্যান্সারদের স্বার্থ সংশ্লিষ্ট ৭ দফা দাবীতে মানববন্ধন
করার উদ্যাগে একটি ইভেন্ট তৈরি করি ।
ইভেন্টটির ৭দফা ফেসবুক, প্রযুক্তি ব্লগ ও অনলাইন সংবাদগুলোতে এই সংবাদগুলো রাজপথে নামছে ফ্রিল্যান্সাররা ইন্টারনেটে গতি বাড়ানোর দাবি ও মানববন্ধনের অনুমতি চাইবে ফ্রিল্যান্সাররাব্যাপক সারা ফেলেছে,
তারপর বিটিআরসি কতৃক ইন্টারনেট আপলোড স্পীড ৭৫% ইন্টারনেটের গতি কমানোর নির্দেশনা প্রত্যাহার ঘোষনা দেয় ও ইন্টারনেটের গতি বাড়ানো ও দাম কমানোর সুপারিশ সংসদীয় কমিটির করা হয়েছে ।
আমাদের আজকের মানববন্ধনের সংবাদটি বিভিন্ন ব্লগ ও বিভিন্ন মিডিয়ার দৃষ্টি আকর্ষন করেছে ।
জবাব বাতিলPosted by LifeStyleAble
Posted by LifeStyleAble