Pagla dance

Wednesday 18 September 2013
Posted by LifeStyleAble
     
  • Home

  •        
  • Tutorials

  •                       
  • HTML / CSS

  •                
  • PHP

  •                
  • MySQL

  •                
  • Java Script

  •                   
  • Computer

  •                         
  • Hardware

  •                           
  • Software

  •              
  • Operating System

  •                   
  • Hacking


  • Internet


  • Tips and Tricks


  • Downloads

  •    
    Saturday 14 September 2013
    Posted by LifeStyleAble
    Tag :
    আজ ও আমি তোমার আশায় বসে আছি

    Wednesday 19 June 2013
    Posted by LifeStyleAble
    Tag :

    আপনার মনে কি অনেক কষ্ট ? আমি এক জায়গায় শুনেছিলাম যে, মানুষ ব্যস্ত থাকলে নাকি তার কষ্ট ভুলে যায়... এখন কথা হল, ব্যস্ত থাকার উপায় কি? আমি এত জানি না কিন্তু একটা উপায় বলতে বললে বলব যে, আপনি আমদের এই ভৌতিক page  টি তে ঢুকে একটা like দিয়ে পোস্ট গুলু পরতে পারেন... পরে যদি ভাল লাগে তাহলে তো হলই.. ভাল না লাগলে Unlike করে দিয়েন...

    ভুতের গপ্প সাহস থাকলে পড়ুন

    Tuesday 4 June 2013
    Posted by LifeStyleAble
    Tag :
    মেয়েটা আমার সামনেই বসা। তাকে তিনটা শব্দ বললেই ঝামেলা চুকে যায়। তিনটা মাত্র শব্দ। হোক ইংরেজীতে বা বাংলায়। রোদেলা উঠে দাঁড়াল।
    “চল উঠি।”
    “এখুনি উঠবি??”
    “হু, বাসায় কাজ আছে আমার।”
    “শীট্‌।”
    “কি হল?”
    “আমাকে একটু নাভিদের বাসায় যেতে হত। ওর বাসাতো ঊত্তরা। ৬ নম্বর সেক্টর।”
    “চল তাহলে আমার সাথে। “
    “তোর বাসা যেন কত নম্বরে??”
    “৮ নম্বর।”
    “ছয়ের আগে না পরে?”
    “পরে। এতকিছু জেনে কি করবি??”
    “তাইতো। চল যাই। এমনিতেই দেরী হয়ে গেসে। নাভিদের বাচ্চা আবার মাইর না দেয়।”
    উত্তরার বাসগুলো আজকে খালি যাচ্ছে। কেন কে জানে। আমরা উঠে গেলাম একটায়। বাস সাঁ সাঁ করে ছুটছে। ভীড়ও আজকে কম। কেমনটা লাগে?? অথচ আজকে যদি আমার মেকানিকাল এক্সাম থাকতো তাহলে ঢাকার সব গাড়ি এই রোডে থাকতো। আহা, রোদেলার সাথে এক বাসে পাশাপাশি বসে যদি অনন্তকাল ছুটে চলা যেত। ওর পাশে বসে দোজখে যেতেও আমি রাজী। অথচ আজ রাস্তা ফাঁকা। কেবলই মনে হচ্ছে এই বুঝি এসে গেলাম ৬ নাম্বারে। মনে মনে ড্রাইভার ব্যাটাকে একটা গালি দিলাম। রোদেলার পাশে আর বসা হবে না। ওর কথায় চমকে উঠি-
    “কিরে, মুখ কালো কেন?”
    “আমার গায়ের রঙই কালো।”
    “মন খারাপ নাকি??”
    “মন খারাপ হবে কেন? মন ভাল।” (মনে মনে- তুই কি বুঝিস না কিছুই?)
    “গুড। তোর কোন ফ্রেন্ডের বাসায় যেন যাবি??”
    “নাদিম”
    “তখনতো নাভিদ বললি!!”
    (মনে মনে- শীট্‌। হের লাইগাই মিথ্যা বলতে চাই না। ধরা খেয়ে যাই।)
    “ও। ওর ডাকনাম নাদিম। নাভিদুল আলম নাদিম।”
    “ও আচ্ছা।”
    মনটা ভীষন খারাপ হয়ে গেল। রোদেলার কাছ থেকে বিদায় নিলে প্রতিবারই এমন হয় অবশ্য। বুকটা খালি খালি লাগে। খালি বুক নিয়েই বাস থেকে নেমে গেলাম। রোদেলা সামনে নামবে। আমি কাল্পনিক নাভিদুল আলম নাদিমের বাসার উদ্দেশ্যে পা বাড়ালাম। রাস্তার ওপারে বাস কাউন্টার। কলাবাগানের একটা টিকিট কাটলাম। খালি খালি লাগা বুকটা নিকোটিন দিয়ে ভরার জন্য একটা সিগারেট ধরালাম।
    বাসের লাইনে দাঁড়িয়ে আছি। পকেট কাঁপিয়ে মোবাইল ভাইব্রেট করা শুরু করল। রোদেলার ফোন। কি ব্যাপার??
    “হ্যালো। বল।”
    “কই তুই??”
    “এইত নাভিদের বাসার গেট দিয়ে ঢুকছি।”
    “ওও”
    “তুই কি বাসায় পৌছে গেছিস?”
    “না। আমি বাসের লাইনের শেষে”
    “মানে?”
    “পেছনে তাকা গাধা।”
    যা আছে কপালে আজ রোদেলাকে তিনটা শব্দ বলবোই।
    Posted by LifeStyleAble
    Tag :
    আল্লাহ্‌ এর নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । আশাকরি আপনারা সকলে খুব খুব ভাল আছেন । আজকে আমি আপনাদের একটি দারুন অ্যান্টি ভাইরাস উপহার দেবে আশাকরি আপনাদের খুব পছন্দ হবে অ্যান্টি ভাইরাস টির নাম Quick Heal Total Security , আমার জানা মতে এই অ্যান্টি ভাইরাস টি আর সকল অ্যান্টি ভাইরাস এর থেকে না হলেও এক ধাপ এগিয়ে আছে । তো Quick Heal Total Security অ্যান্টি ভাইরাস টি নীচে থেকে ডাউনলোড করে নিন ।

       — এটি ৩২ বিট অপেরিং সিস্টেম এর জন্য –
    ডাউনলোড 

     – এটি ৬৪ বিট অপেরিং সিস্টেম এর জন্য –
    ডাউনলোড 

    * যদি কোন প্রকার পাশওয়ার্ড চাই তা হলে দিন worldfree4u.com   আর নীচে থেকে এই সফটওয়্যার এর ক্র্যাক ডাউনলোড করে নিন । 
    =================================
     – ক্র্যাক ডাউনলোড করতে এখানে ক্লিক করুন –
    ======================



    * আশাকরি আপনাদের সফটওয়্যার এবং ক্র্যাক দুটিই ডাউনলোড করার সম্পূর্ণ হয়েছে । এবার Quick Heal Total Security টিকে ইন্সটল করে নিন তারপর Crack ফাইল্ টি সি ড্রাইভ এর Quick Heal Total Security  ইন্সটল ফাইল এর ভিতরে রেখে দিন ব্যাস কাজ শেষ ।

    * পোস্ট টি আমার দ্বারা পূর্বে প্রকাশিত এখানে 

    * আমার ব্লগ এখানে আর আমার একটি ফেসবুক ফ্যান পেজ আছে সময় পেলে গুরে আসুন এখান থেকে আর ভাল লাগলে একটি লাইক দিতে ভুলবেন না । ধন্যবাদ । 

    Monday 3 June 2013
    Posted by LifeStyleAble
    Tag :

    ওয়ার্ডপ্রেস কোডিং টিউটোরিয়েল গুলি ব্যবহার করার নিয়ম ( একদম নতুনদের জন্য যারা কোডগুলি Use করবেন )

     

    বিসমিল্লাহির রাহমানির রাহীম

    আসসালামু আলাইকুম ।সবাই কেমন আছেন ? আসা করি আল্লাহর রহমতে ভালো আছেন । আমি ওয়ার্র্ডপ্রেস কোডিং নিয়ে ধারাবাহিক পোস্ট লিখতেছি ।কিন্তূ পোস্টগুলি দেখার আগে আপনাকে জানতে হবে কোডগুলো কীভাবে ,কোথায়,কোন নিয়মে বসাতে হবে ।মূলত কোডগুলো বেশির ভাগাই function কোড অর্থাত php কোড ।তাই যারা php জানেন তারা খুব সহজেই এইগুলি use করতে পারবেন ।এখন হয়ত যারা php জানেন না তারা চিন্তা করতেছেন যে আপনারা এগুলো use করতে পারবেন না ।আসলে কথাটা এই রকম বুজতে চাই নি ।আজকের এই পোস্ট ভালোভাবে মনোযোগ সহকারে পড়লে আপনিও খুব সহজে নির্ভূল ভাবে কোডগুলি use করতে পারবেন ।এই কোডগুলি use করার জন্য সামান্য কেয়াকটা php ট্যাগের ব্যবহার জানলেই চলবে ।আর আমি আজকে এইগুলি নিয়েই আলোচনা করব ।
    • ১/ ওয়ার্র্ডপ্রেস কোডিং টিউটোরিয়েল গুলোতে দেখবেন অনেক টিউটোরিয়েল এ বলা হয়েছে যে ” আপনার function.php তে    ?>  এই ট্যাগ এর পূর্বে /আগে সমস্ত কোড বসিয়ে দিন ” । এখন এইটার অর্থ বুজার জন্য প্র্থমে আপনার apperence > theme > edit এ যান ।তারপর ডান পাশে থেকে functions.php তে ক্লিক করুন ।এখনে কোড গুলির সবার নিচে দেখবেন    ?>   এই ট্যাগ টা আছে । নিচের চিত্র টা দেখুন ।
    wordpress basic
    wordpress basic
    এখন মাউস  cursor টা   ?>   এই ট্যাগ এর আগে রেখে 2 বার Enter চাপুন ফলে    ?>    এই ট্যাগ টা নিচে নামবে (এই বাধ্যতামুলক না,কিন্তু করলে খুব ভাল)
    এখন আপনার কাক্ষিত কোডগুলি ?> এর আগে বসিয়ে দিন । নিচের চিত্র দেখুন >>


    • ২/কিছু টিউটোরিয়েল এ বলা হয়েছে কোডগুলি    
           ট্যাগ এর ভিতরে দেওয়ার জন্য । এর জন্য  আপনাকে আপনার থিম এর   header.php  খুলতে হবে । তারপর এই ট্যাগ টা search দিয়ে বের করে আপনার কাক্ষিত কোড টি এর আগে বসিয়ে দিন ।নিচের চিত্র দেখুন ।
    • ৩/ কিছু কোড বলা হয়েছে আপনার থিম এর  
      ট্যাগ এর মধ্যে রাখার জন্য । এর জন্য আপনাকে আপনার থিম এর footer.php তে যেতে হবে । তারপর এই ট্যাগ টা লিখে   search   দিন । এখন এই ট্যাগ এর আগে আপনার কাক্ষিত কোড টি বসিয়ে দিন ।নিচের চিত্র টি দেখুন
    • ৪/কিছু টিউটোরিয়েল এ বলা হয়েছে কোডগুলি আপনার সাইডবারে php widget টা ড্রাগ করে কোডগুলি ওইখানে বসানোর জন্য । এর জন্য আপনাকে php কোড allow করে এইরকম একটা প্লাগিন install করে ওই প্লাগিন এর widget টার মধ্যে বসাতে পারেন । যদি আপনার থিম এ php excute করা থাকে তহলে আপনার কোড গুলি ওয়ার্র্ডপ্রেস এর Defult txt widget এ লাগাতে পারেন ।

    • ৫/কোড এড করার পর যদি কোন ক্রমে error আসে তাহলে সাথে  সাথে আপনার   cpanel এর file manage > public html >wp-content > themes > আপনার থিম এর নাম > যেখানে কোডটা এড করেছেন সেই ফাইল টার নাম (যেমন:function.php ) তারপর আপনার cpanel এর উপরের মেনু থেকে edit এ ক্লিক করে আপনি যেই কোডটা এড করার কারনে error এসেছে সেই টা delete করে save করে দিন । সব ঠিক হয়ে যাবে ।
    বি:দ্র: কয়েকটা কোড কিছু কিছু থিম এ কাজ না ও করতে পারে । এর জন্য আপনারা আমাকে কমেন্টে জনাতে পারেন ।

    Posted by LifeStyleAble
    Tag :

    Popular Post

    - Copyright © Connected People -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -