আপনার মনে কি অনেক কষ্ট ? আমি এক জায়গায়
শুনেছিলাম যে, মানুষ ব্যস্ত থাকলে নাকি তার কষ্ট ভুলে যায়... এখন কথা হল, ব্যস্ত
থাকার উপায় কি? আমি এত জানি না কিন্তু একটা উপায় বলতে বললে বলব যে, আপনি আমদের এই
ভৌতিক page টি তে ঢুকে একটা like দিয়ে পোস্ট গুলু পরতে পারেন... পরে যদি ভাল
লাগে তাহলে তো হলই.. ভাল না লাগলে Unlike করে দিয়েন...
ভুতের গপ্প সাহস থাকলে পড়ুন
মেয়েটা আমার সামনেই বসা। তাকে তিনটা শব্দ বললেই ঝামেলা চুকে যায়। তিনটা মাত্র শব্দ। হোক ইংরেজীতে বা বাংলায়। রোদেলা উঠে দাঁড়াল।
“চল উঠি।”
“এখুনি উঠবি??”
“হু, বাসায় কাজ আছে আমার।”
“শীট্।”
“কি হল?”
“আমাকে একটু নাভিদের বাসায় যেতে হত। ওর বাসাতো ঊত্তরা। ৬ নম্বর সেক্টর।”
“চল তাহলে আমার সাথে। “
“তোর বাসা যেন কত নম্বরে??”
“৮ নম্বর।”
“ছয়ের আগে না পরে?”
“পরে। এতকিছু জেনে কি করবি??”
“তাইতো। চল যাই। এমনিতেই দেরী হয়ে গেসে। নাভিদের বাচ্চা আবার মাইর না দেয়।”
উত্তরার বাসগুলো আজকে খালি যাচ্ছে। কেন কে জানে। আমরা উঠে গেলাম একটায়। বাস সাঁ সাঁ করে ছুটছে। ভীড়ও আজকে কম। কেমনটা লাগে?? অথচ আজকে যদি আমার মেকানিকাল এক্সাম থাকতো তাহলে ঢাকার সব গাড়ি এই রোডে থাকতো। আহা, রোদেলার সাথে এক বাসে পাশাপাশি বসে যদি অনন্তকাল ছুটে চলা যেত। ওর পাশে বসে দোজখে যেতেও আমি রাজী। অথচ আজ রাস্তা ফাঁকা। কেবলই মনে হচ্ছে এই বুঝি এসে গেলাম ৬ নাম্বারে। মনে মনে ড্রাইভার ব্যাটাকে একটা গালি দিলাম। রোদেলার পাশে আর বসা হবে না। ওর কথায় চমকে উঠি-
“কিরে, মুখ কালো কেন?”
“আমার গায়ের রঙই কালো।”
“মন খারাপ নাকি??”
“মন খারাপ হবে কেন? মন ভাল।” (মনে মনে- তুই কি বুঝিস না কিছুই?)
“গুড। তোর কোন ফ্রেন্ডের বাসায় যেন যাবি??”
“নাদিম”
“তখনতো নাভিদ বললি!!”
(মনে মনে- শীট্। হের লাইগাই মিথ্যা বলতে চাই না। ধরা খেয়ে যাই।)
“ও। ওর ডাকনাম নাদিম। নাভিদুল আলম নাদিম।”
“ও আচ্ছা।”
মনটা ভীষন খারাপ হয়ে গেল। রোদেলার কাছ থেকে বিদায় নিলে প্রতিবারই এমন হয় অবশ্য। বুকটা খালি খালি লাগে। খালি বুক নিয়েই বাস থেকে নেমে গেলাম। রোদেলা সামনে নামবে। আমি কাল্পনিক নাভিদুল আলম নাদিমের বাসার উদ্দেশ্যে পা বাড়ালাম। রাস্তার ওপারে বাস কাউন্টার। কলাবাগানের একটা টিকিট কাটলাম। খালি খালি লাগা বুকটা নিকোটিন দিয়ে ভরার জন্য একটা সিগারেট ধরালাম।
বাসের লাইনে দাঁড়িয়ে আছি। পকেট কাঁপিয়ে মোবাইল ভাইব্রেট করা শুরু করল। রোদেলার ফোন। কি ব্যাপার??
“হ্যালো। বল।”
“কই তুই??”
“এইত নাভিদের বাসার গেট দিয়ে ঢুকছি।”
“ওও”
“তুই কি বাসায় পৌছে গেছিস?”
“না। আমি বাসের লাইনের শেষে”
“মানে?”
“পেছনে তাকা গাধা।”
যা আছে কপালে আজ রোদেলাকে তিনটা শব্দ বলবোই।
“চল উঠি।”
“এখুনি উঠবি??”
“শীট্।”
“কি হল?”
“আমাকে একটু নাভিদের বাসায় যেতে হত। ওর বাসাতো ঊত্তরা। ৬ নম্বর সেক্টর।”
“চল তাহলে আমার সাথে। “
“তোর বাসা যেন কত নম্বরে??”
“৮ নম্বর।”
“ছয়ের আগে না পরে?”
“পরে। এতকিছু জেনে কি করবি??”
“তাইতো। চল যাই। এমনিতেই দেরী হয়ে গেসে। নাভিদের বাচ্চা আবার মাইর না দেয়।”
উত্তরার বাসগুলো আজকে খালি যাচ্ছে। কেন কে জানে। আমরা উঠে গেলাম একটায়। বাস সাঁ সাঁ করে ছুটছে। ভীড়ও আজকে কম। কেমনটা লাগে?? অথচ আজকে যদি আমার মেকানিকাল এক্সাম থাকতো তাহলে ঢাকার সব গাড়ি এই রোডে থাকতো। আহা, রোদেলার সাথে এক বাসে পাশাপাশি বসে যদি অনন্তকাল ছুটে চলা যেত। ওর পাশে বসে দোজখে যেতেও আমি রাজী। অথচ আজ রাস্তা ফাঁকা। কেবলই মনে হচ্ছে এই বুঝি এসে গেলাম ৬ নাম্বারে। মনে মনে ড্রাইভার ব্যাটাকে একটা গালি দিলাম। রোদেলার পাশে আর বসা হবে না। ওর কথায় চমকে উঠি-
“কিরে, মুখ কালো কেন?”
“আমার গায়ের রঙই কালো।”
“মন খারাপ নাকি??”
“মন খারাপ হবে কেন? মন ভাল।” (মনে মনে- তুই কি বুঝিস না কিছুই?)
“গুড। তোর কোন ফ্রেন্ডের বাসায় যেন যাবি??”
“নাদিম”
“তখনতো নাভিদ বললি!!”
(মনে মনে- শীট্। হের লাইগাই মিথ্যা বলতে চাই না। ধরা খেয়ে যাই।)
“ও। ওর ডাকনাম নাদিম। নাভিদুল আলম নাদিম।”
“ও আচ্ছা।”
মনটা ভীষন খারাপ হয়ে গেল। রোদেলার কাছ থেকে বিদায় নিলে প্রতিবারই এমন হয় অবশ্য। বুকটা খালি খালি লাগে। খালি বুক নিয়েই বাস থেকে নেমে গেলাম। রোদেলা সামনে নামবে। আমি কাল্পনিক নাভিদুল আলম নাদিমের বাসার উদ্দেশ্যে পা বাড়ালাম। রাস্তার ওপারে বাস কাউন্টার। কলাবাগানের একটা টিকিট কাটলাম। খালি খালি লাগা বুকটা নিকোটিন দিয়ে ভরার জন্য একটা সিগারেট ধরালাম।
বাসের লাইনে দাঁড়িয়ে আছি। পকেট কাঁপিয়ে মোবাইল ভাইব্রেট করা শুরু করল। রোদেলার ফোন। কি ব্যাপার??
“হ্যালো। বল।”
“কই তুই??”
“এইত নাভিদের বাসার গেট দিয়ে ঢুকছি।”
“ওও”
“তুই কি বাসায় পৌছে গেছিস?”
“না। আমি বাসের লাইনের শেষে”
“মানে?”
“পেছনে তাকা গাধা।”
যা আছে কপালে আজ রোদেলাকে তিনটা শব্দ বলবোই।
Posted by LifeStyleAble
Tag :
Bangla
— এটি ৩২ বিট অপেরিং সিস্টেম এর জন্য –
ডাউনলোড
– এটি ৬৪ বিট অপেরিং সিস্টেম এর জন্য –
ডাউনলোড
* যদি কোন প্রকার পাশওয়ার্ড চাই তা হলে দিন worldfree4u.com আর নীচে থেকে এই সফটওয়্যার এর ক্র্যাক ডাউনলোড করে নিন ।
=================================
– ক্র্যাক ডাউনলোড করতে এখানে ক্লিক করুন –
======================

* আশাকরি আপনাদের সফটওয়্যার এবং ক্র্যাক দুটিই ডাউনলোড করার সম্পূর্ণ হয়েছে । এবার Quick Heal Total Security টিকে ইন্সটল করে নিন তারপর Crack ফাইল্ টি সি ড্রাইভ এর Quick Heal Total Security ইন্সটল ফাইল এর ভিতরে রেখে দিন ব্যাস কাজ শেষ ।
* পোস্ট টি আমার দ্বারা পূর্বে প্রকাশিত এখানে
* আমার ব্লগ এখানে আর আমার একটি ফেসবুক ফ্যান পেজ আছে সময় পেলে গুরে আসুন এখান থেকে আর ভাল লাগলে একটি লাইক দিতে ভুলবেন না । ধন্যবাদ ।

ওয়ার্ডপ্রেস কোডিং টিউটোরিয়েল গুলি ব্যবহার করার নিয়ম ( একদম নতুনদের জন্য যারা কোডগুলি Use করবেন )
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম ।সবাই কেমন আছেন ? আসা করি আল্লাহর রহমতে ভালো আছেন । আমি ওয়ার্র্ডপ্রেস কোডিং নিয়ে ধারাবাহিক পোস্ট লিখতেছি ।কিন্তূ পোস্টগুলি দেখার আগে আপনাকে জানতে হবে কোডগুলো কীভাবে ,কোথায়,কোন নিয়মে বসাতে হবে ।মূলত কোডগুলো বেশির ভাগাই function কোড অর্থাত php কোড ।তাই যারা php জানেন তারা খুব সহজেই এইগুলি use করতে পারবেন ।এখন হয়ত যারা php জানেন না তারা চিন্তা করতেছেন যে আপনারা এগুলো use করতে পারবেন না ।আসলে কথাটা এই রকম বুজতে চাই নি ।আজকের এই পোস্ট ভালোভাবে মনোযোগ সহকারে পড়লে আপনিও খুব সহজে নির্ভূল ভাবে কোডগুলি use করতে পারবেন ।এই কোডগুলি use করার জন্য সামান্য কেয়াকটা php ট্যাগের ব্যবহার জানলেই চলবে ।আর আমি আজকে এইগুলি নিয়েই আলোচনা করব ।- ১/ ওয়ার্র্ডপ্রেস কোডিং টিউটোরিয়েল গুলোতে দেখবেন অনেক টিউটোরিয়েল এ বলা হয়েছে যে ” আপনার function.php তে ?> এই ট্যাগ এর পূর্বে /আগে সমস্ত কোড বসিয়ে দিন ” । এখন এইটার অর্থ বুজার জন্য প্র্থমে আপনার apperence > theme > edit এ যান ।তারপর ডান পাশে থেকে functions.php তে ক্লিক করুন ।এখনে কোড গুলির সবার নিচে দেখবেন ?> এই ট্যাগ টা আছে । নিচের চিত্র টা দেখুন ।
wordpress basic
এখন মাউস cursor টা ?> এই ট্যাগ এর আগে রেখে 2 বার Enter চাপুন ফলে ?> এই ট্যাগ টা নিচে নামবে (এই বাধ্যতামুলক না,কিন্তু করলে খুব ভাল)
এখন আপনার কাক্ষিত কোডগুলি ?> এর আগে বসিয়ে দিন । নিচের চিত্র দেখুন >>
- ২/কিছু টিউটোরিয়েল এ বলা হয়েছে কোডগুলি
- ৩/ কিছু কোড বলা হয়েছে আপনার থিম এর
- ৪/কিছু টিউটোরিয়েল এ বলা হয়েছে কোডগুলি আপনার সাইডবারে php widget টা ড্রাগ করে কোডগুলি ওইখানে বসানোর জন্য । এর জন্য আপনাকে php কোড allow করে এইরকম একটা প্লাগিন install করে ওই প্লাগিন এর widget টার মধ্যে বসাতে পারেন । যদি আপনার থিম এ php excute করা থাকে তহলে আপনার কোড গুলি ওয়ার্র্ডপ্রেস এর Defult txt widget এ লাগাতে পারেন ।
- ৫/কোড এড করার পর যদি কোন ক্রমে error আসে তাহলে সাথে সাথে আপনার cpanel এর file manage > public html >wp-content > themes > আপনার থিম এর নাম > যেখানে কোডটা এড করেছেন সেই ফাইল টার নাম (যেমন:function.php ) তারপর আপনার cpanel এর উপরের মেনু থেকে edit এ ক্লিক করে আপনি যেই কোডটা এড করার কারনে error এসেছে সেই টা delete করে save করে দিন । সব ঠিক হয়ে যাবে ।
Posted by LifeStyleAble
Tag :
Bangla
উইন্ডোজ XP/7/Vista/8 সেটাপ দিন USB ড্রাইভ এর সাহায্যে
বিভিন্ন কারনে আমাদের অনেক সময় উইন্ডোজ সেটাপ দেওয়ার দরকার হয়। কিন্তু ঝামেলাটা হয় তখন, যখন দেখা যায় সিডি ড্রাইভে কোন সমস্যা দেখা দিয়েছে কিংবা অনেকে আবার নোটবুক নিয়ে ঝামেলায় পড়েন। চিন্তা নেই এসব সমস্যার ক্ষেত্রে পেনড্রাইভ, মেমোরি কার্ড কিংবা যে কোন USB সার্পোটেড মেমোরি থেকে উইন্ডোজ সেটাপ দেওয়া সম্ভব। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখা দরকার। আপনার মাদারবোর্ডের বায়োস মেনুতে অবশ্যই USB Boot Option টি থাকতে হবে। আর বর্তমানে প্রায় সব মাদারবোর্ডেই এই অপশনটি থাকে। এবার কাজ শুরু করার জন্য আপনার যা দরকার হবে তা হলঃ
১. ৪ জিবি সাইজের একটি পেনড্রাইভ কিংবা মেমোরি কার্ড।
২. Win To Flash সফটওয়্যার (ফুল ভার্সন লিংক)। Size: 6.84 MB
৩. উইন্ডোজের সিডি/ডিভিডি।
[বিঃদ্রঃ Windows XP এর ক্ষেত্রে ১ জিবি কিংবা ২ জিবি সাইজের পেনড্রাইভ দিয়েও হবে কিন্তু Windows 7/8/Vista এর ক্ষেত্রে ৪ জিবি এর ছোট হলে হবে না।]
এবার কাজ শুরু করুন। প্রথমে ইউন্ডোজের সিডি/ডিভিডি থেকে সব ফাইল একটা ফোল্ডারে কপি করে আপনার কম্পিউটারে রাখুন। যাদের সিডি ড্রাইভ নেই কিংবা সমস্যা আছে তারা অন্য পিসি থেকে কপি করে কাজ করুন। এরপর Win To Flash সফটওয়্যারটি ডাউনলোড করে আনজিপ করে নিন এবং আপনার পেনড্রাইভটি কম্পিউটারে প্রবেশ করান। সতর্কতাঃ আপনার পেনড্রাইভ/মেমোরিকার্ডে যদি কোন গুরুত্বপূর্ণ ডাটা থাকে তবে ব্যকআপ রেখে নিন। কারন বুটেবল করতে গিয়ে আপনার পেনড্রাইভ ফরমেট করার দরকার হবে। এখন Win To Flash সফটওয়্যার ওপেন করে First start wizard নামের যে ডায়ালগ বক্সটি দেখতে পাবেন সেখান থেকে Next ক্লিক করে I accept EULA তে টিক দিয়ে Next ক্লিক করুন। এখন আপনাকে সফটওয়্যারটি রেজিষ্ট্রেশন করতে বলবে Next এ ক্লিক করে Browse ক্লিক করে Win To Flash সফটওয়্যারের সাথে থাকা License নামের ফোল্ডার থেকে লাইসেন্স ফাইলটি সিলেক্ট করে Ok করে দিন তাইলে সফটওয়্যারটি ফুল ফার্সন হয়ে যাবে। এবার সফটওয়্যার ওপেন হয়ে সফটওয়্যারটির মধ্যে থেকে Windows Setup Transfer Wizard এ ক্লিক করে Next ক্লিক করুন। তারপর Windows file path: এর ওখানে Select এ ক্লিক করে সিডি থেকে কপি করা আপনার উইন্ডোজের ফোল্ডারটি দেখিয়ে দিয়ে ওকে করে দিন। আর USB Drive: এর ওখানে Select এ ক্লিক করে আপনার পেনড্রাইভ সিলেক্ট করে ওকে করে দিয়ে Next ক্লিক করুন। এবার যে বক্সটি আসবে সেখানে প্রথম অপশন “I do accept the terms of the license agreement” সিলেক্ট করে Continue তে ক্লি করে আবার Continue ক্লিক করুন তাহলেই সফটওয়্যারটি পেনড্রাইভ বুটেবল করার জন্য কাজ করতে থাকবে। ১০০% হয়ে গেলে পেনড্রাইভ বুটেবল হয়ে যাবে এবার সফটওয়্যারটি বন্ধ করে দিয়ে আপনার কম্পিউটার রিস্টার্ট করুন। পেনড্রাইভ কম্পিউটারে লাগানো থাকবে। তারপর কম্পিউটার অন হওয়ার সময় যখন মাদারবোর্ডের স্ক্রিন আসবে তখন F2, F5, F6, F8, F10 or Delete চেপে বায়োস মেনুতে প্রবেশ করুন। ভিন্ন ভিন্ন মাদারবোর্ডে এক এক রকম কন্ট্রোল দেওয়া থাকে তাই এতগুলো লিখলাম। তবে বেশিরভাগ মাদারবোর্ডে F10 অথবা Delete দিয়ে বায়োস মেনুতে প্রবেশ করতে হয়। বায়োসে প্রবেশ করে Boot Menu খুজে বের করে First Boot Option এ গিয়ে CD/DVD Drive এর জায়গায় USB Drive সিলেক্ট করে দিন। এবার F10 চেপে Enter দিন। তাহলেই কাজ শেষ। এখন আপনার কম্পিউটার রিস্টার্ট হবে এবং উইন্ডোজ সেটাপ দেওয়ার অপশন সমূহ আসবে।
খুব সহজে আপনাদের সকলের বোধগম্য ভাবে পোষ্টটি লেখার চেষ্টা করেছি আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং কাজ করতে পেরে উপকৃত হবেন। তবুও কোন সমস্য হলে নির্দিধায় কমেন্টে প্রশ্ন করবেন। আর যারা উইন্ডোজ সেটাপ দিতে জানেন না, তাদের জন্য স্ক্রিনশটসহ বিস্তারিত উইন্ডোজ এক্সপি এবং সেভেন সেটাপ দেওয়ার টিউটোরিয়ালের লিংক দিয়ে দিলাম।
উইন্ডোজ সেভেনঃ http://www.pchelpcenterbd.com/archives/4691
উইন্ডোজ এক্সপিঃ http://www.pchelpcenterbd.com/archives/4361
Posted by LifeStyleAble
আসসালামু আলাইকুম,
সবাইকে আমার শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের জন্য এন্ড্রোয়েড গেমস নিয়ে হাজির হয়েছি। গত মে মাসের ২৩ তারিখে রিলিস হওয়া Angry Birds Friends গেমটি ইতিমধ্যে অনেক সারা ফেলেছে এ্যাংরি বার্ডস নিয়ে প্রতিদ্বন্দ্বিতাও বাড়িয়েছে বন্ধুদের মধ্যে। তাই যেসব বন্ধুগণ এখনও খেলেন নি, তাদের জন্য আজকের এই মজার এন্ড্রোয়েড গেমস।

শর্ট-স্টোরিঃ এ্যাংরি বার্ডস গেম সবার মাঝে জনপ্রিয়!! কিন্তু সব সময় কি একা একা খেলতে ভালো লাগে? একদম বোরিং!! যদি বন্ধুদের সাথে খেলা যেত,তাদের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হত তাহলে কেমন হতো!!
।
সবাই মিলে ওই শুকরের আস্তানা ধসে দিতে কি মজাই না হতো! দেখা যেত কে কতো
স্কোর করতে পারে। আর এমন স্বপ্নকে বাস্তব রুপ দিতেই আপনাদের সামনে হাজির
Angry Birds Friends!
এটি একটি ফ্রী গেম যা রোভিও এর তৈরি। আপনি আপনার ফেসবুক ফ্রেন্ডের সাথে
অনলাইনে। আর এতে আপনার রয়েছে উইকলি টুরনামেন্টস!! যাতে আপনি আপনার বন্ধুদের
সাথে খেলে জিতে ব্রোঞ্জ,রূপা,সোনার ট্রফি জিততে পারবেন। এছাড়া
গিফটস,রিওয়ার্ডস ইত্যাদি মজার সব বিষয়!! এজন্য বন্ধুদের সাথে খেলতে মিস
করবেন না!!
চমৎকার কিছু গেম শটস…..


টেকতথ্যঃ
নিউ ভার্সন : ১.০.২
অ্যান্ড্রোয়েড : ২.২ + আপ
সাইজ : ৩৬ এমবি
দাম: মাগনা/ফ্রী
গেমসটি ডাউনলোড করতে এখানে ঢুঁ মারুন। [ সাইজ ৩৬ এমবি ]

http://is.gd/angrybirdsfriends.apk
যেকোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই কমেন্ট করবেন।
আপনাদের জন্য অসংখ্য শুভ কামনা করছি ।
পোস্টটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ।
—–ভালো থাকুন – সুস্থ থাকুন——
পিসি হেল্পলাইন বিডির সাথে থাকুন
————আল্লাহ্ হাফেজ————
সবাইকে আমার শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের জন্য এন্ড্রোয়েড গেমস নিয়ে হাজির হয়েছি। গত মে মাসের ২৩ তারিখে রিলিস হওয়া Angry Birds Friends গেমটি ইতিমধ্যে অনেক সারা ফেলেছে এ্যাংরি বার্ডস নিয়ে প্রতিদ্বন্দ্বিতাও বাড়িয়েছে বন্ধুদের মধ্যে। তাই যেসব বন্ধুগণ এখনও খেলেন নি, তাদের জন্য আজকের এই মজার এন্ড্রোয়েড গেমস।
শর্ট-স্টোরিঃ এ্যাংরি বার্ডস গেম সবার মাঝে জনপ্রিয়!! কিন্তু সব সময় কি একা একা খেলতে ভালো লাগে? একদম বোরিং!! যদি বন্ধুদের সাথে খেলা যেত,তাদের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হত তাহলে কেমন হতো!!
চমৎকার কিছু গেম শটস…..
টেকতথ্যঃ
রিলিস আপডেট : মে ২৩, ২০১৩
নিউ ভার্সন : ১.০.২
অ্যান্ড্রোয়েড : ২.২ + আপ
সাইজ : ৩৬ এমবি
দাম: মাগনা/ফ্রী
রেটিং: ৪.৪
গেমসটি ডাউনলোড করতে এখানে ঢুঁ মারুন। [ সাইজ ৩৬ এমবি ]
http://is.gd/angrybirdsfriends.apk
যেকোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই কমেন্ট করবেন।
আপনাদের জন্য অসংখ্য শুভ কামনা করছি ।
পোস্টটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ।
—–ভালো থাকুন – সুস্থ থাকুন——
পিসি হেল্পলাইন বিডির সাথে থাকুন
————আল্লাহ্ হাফেজ————
Posted by LifeStyleAble